এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. পারভেজ ওরফে আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার খামার পাড়া এলাকার মৃত মেহের আলীর ছেলে। বর্তমানে তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার পাড়া (মেম্বার পাড়া, ফজলু মিয়ার বাড়ি), ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন। তার বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্ট ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই (সোমবার) রাত ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় জানালার গ্রিল দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে মুখোশ পরা এক ব্যক্তি ভিতরে প্রবেশ করে। পরে বাসায় ঢুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করে। এসময় সে ভিকটিমের মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় ওই নারী তার দুই সন্তানকে নিয়ে বাসায় ছিলেন। তার স্বামী চাকরির সুবাদে কক্সবাজারে অবস্থান করছিলেন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযানে অভিযুক্তকে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ধর্ষককে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”