জি এম ইশরাফ উদ্দিন (গালিব)

ঘোর অমানিশা নেমেছে সমাজে,
মানুষের চোখে আলো নেই—
সব মুখ যেন মুখোশে ঢাকা,
আর অন্তরে বিষাক্ত ঘুণপোকা।

শব্দ নেই, শুধু কাঁপন আছে,
দেয়ালে দেয়ালে বুনো নিস্তব্ধতা,
প্রতিধ্বনি নেই, শুধু নিঃশ্বাস—
থমকে থাকা সময়ের মতো এক নিঃশেষ ভয়।

দিগন্তজুড়ে ঘন কালো মেঘের দল,
তারারাও যেন লুকিয়েছে ভয় পেয়ে,
চাঁদ নেই আজ—
আকাশে ঝুলে আছে শুধু নিঃশব্দ অস্থিরতা।

এই অমানিশা শুধু রাতের নয়—
এটা বিবেকের মৃত্যু,
আলোকে ভয় পায় যে সময়,
সে-ই এই ঘোর অমানিশার নাম।

একটু আলো চাই, একটু দিশা—
কারও কণ্ঠে যদি জাগে একটা চিৎকার,
“এই ঘোর অমানিশা ভাঙো!”
তবে হয়তো পাথরে গড়া হৃদয়ও কাঁপবে।

তবু আমি দাঁড়াই,
আমার হাতের মুঠোয় একটা প্রদীপ,
আঁধারে ছোট, তবু অদম্য,
কারণ—ঘোর যতই হোক,
আলো একদিন আসবেই।