প্রেস বিজ্ঞপ্তি:
জমিরিয়া দারুল কোরআন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফরিদুল আলম নুরী’ র সহধর্মিণী মহিয়সী নারী মরহুমা শামসুন নাহার এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।
২০২০ সালের আজকের এইদিনে ১৭জুলাই চিকিৎসাধীন অবস্হায় কক্সবাজার সদর হাসপাতালে বিকেল ৫ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। রাত ১০টা ৩০ মিনিটে বাহরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে সিকদারিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পুর্ন হয়। মরহুমা শামসুন নাহার
বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, রঙ্গীখালী দারুল উলুম ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামীক সেন্টার বোর্ড অব ষ্টাষ্টির আজীবন সদস্য মরহুম আলহাজ্ব আলী মিয়ার প্রথম কন্যা।
গভীর শ্রদ্ধা ও ভালবাসায় আমরা স্বরণ করছি তাকে আজ তাঁর ৫ম মৃত্যু বার্ষিকীতে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর অভাব অনুভব করছি।
আত্মীয় – স্বজন – পরিচিতজন এবং শুভাকাংঙ্খীদের কাছে বিনীত অনুরোদ তারা যেন তাঁর জন্য প্রার্থনায় স্বরণ করে দোয়া করেন।তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষেতাঁর পরিবার ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।আজকের এইদিনে তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার
ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন।
