মো. আরকান, পেকুয়া:
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরামের প্রথম শাহাদাত বার্ষিকী পেকুয়ায় পালিত হয়েছে আবেগ ও শ্রদ্ধার মধ্য দিয়ে। বুধবার (১৬ জুলাই) পেকুয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার জামে মসজিদে আয়োজিত হয় খতমে কুরআন ও দোয়া মাহফিল। শহীদ ওয়াসিমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে বিকেল ৫টায় শহীদের গ্রামের বাড়ি মোরারপাড়া গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের নেতৃত্বে নেতাকর্মীরা।
২০২৪ সালের এই দিনে চট্টগ্রামে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার ও শিক্ষাক্ষেত্রে আর্থসামাজিক বৈষম্যের প্রতিবাদে ছড়িয়ে পড়া আন্দোলনের একটি মুখ হয়ে উঠেছিলেন তিনি। তার মৃত্যুতে দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন,
“ওয়াসিম আকরামের ত্যাগ এই জাতির জন্য, গণতন্ত্রের জন্য। জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তার স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, যুগ্ম সম্পাদক মাস্টার জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার, জেড. এম. মুসলেম উদ্দিন, যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দলের আহছান উল্লাহ, কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, মৎস্যজীবী দলের সভাপতি হারুনুর রশিদ এবং শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন উর রশিদ।
শহীদ ওয়াসিমের শাহাদাত বার্ষিকী ঘিরে বক্তারা দাবি জানান, ওয়াসিমসহ আন্দোলনে নিহত ছাত্রদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। স্থানীয় নেতারা জানান, শহীদ ওয়াসিমের নামে একটি স্মৃতি পাঠাগার ও শিক্ষাবৃত্তি চালুর পরিকল্পনাও রয়েছে।
ওয়াসিম আকরামের আত্মত্যাগ শুধু ব্যক্তিগত নয়—এটি একটি প্রজন্মের স্বপ্ন, সংগ্রাম ও সাহসিকতার প্রতীক হয়ে থাকবে।
