সিবিএন ডেস্ক :

পর্যটন শহর কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে মাদক, অস্ত্র ও অবৈধ দ্রব্য চোরাচালান রোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর ডগ স্কোয়াডসহ একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই ২০২৫) সকাল থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাত্রীদের ব্যাগপত্র এবং সন্দেহভাজন স্থানগুলোতে এ তল্লাশি অভিযান পরিচালিত হয়। ট্রেনের আগমন ও প্রস্থানের সময় তল্লাশি জোরদার করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

র‌্যাব-১৫ জানিয়েছে, কক্সবাজার একটি পর্যটকসমৃদ্ধ এলাকা হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত বিপুলসংখ্যক যাত্রী আগমন করছে। এতে করে অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলা এবং স্টেশন এলাকাকে মাদক, অস্ত্র ও অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে।

অভিযান চলাকালে রেলস্টেশনে অবস্থানরত যাত্রীদের মধ্যেও নিরাপত্তা ও সচেতনতা বিষয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। র‌্যাব বলছে, কক্সবাজার রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ ও সেবাবান্ধব পরিবেশে রূপান্তরের লক্ষ্যে এমন অভিযান আরও জোরদার করা হবে।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে আরও জানানো হয়, “জনগণের জানমাল রক্ষায় র‌্যাব সর্বদা প্রস্তুত। অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”