সিবিএন ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) গভীর রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী কর্মস্থলে ছিলেন; তিনি ট্যুরিস্ট পুলিশে কর্মরত।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ সদস্যের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে—রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত দুর্বৃত্ত রান্নাঘরের জানালা দিয়ে ঘরে ঢুকে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট।
ভেতরে ঢুকে সে প্রথমে ওই নারীকে ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। এ সময় তার ছোট দুই শিশু সন্তান ঘরে ছিল এবং আতঙ্কে কাঁদতে থাকে।
দুর্বৃত্ত চলে যাওয়ার পর পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা চিৎকার ও কান্নাকাটি শুনে ছুটে আসেন।
পরে রাতেই ভুক্তভোগীর স্বামী থানায় গিয়ে বিষয়টি জানান এবং পরদিন সকালে নারী ও শিশু নির্যাতন, চুরি ও হুমকির অভিযোগে মামলা করেন।
ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশ সদস্যের স্ত্রীর করা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
