সিবিএন ডেস্ক ;
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ ও গুণগত শিক্ষা সম্প্রসারণে ইউনিসেফের সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার আগারগাঁওয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেবাস সংস্কার ও শিক্ষা কার্যক্রমে ইউনিসেফের সঙ্গে এই অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হলো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, বিশ্বে চলমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে সিলেবাস আধুনিকায়ন অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে ইউনিসেফের সহায়তায় একযোগে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
চুক্তি অনুযায়ী, ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে সিলেবাস উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার, সফ্ট স্কিল ও ইংরেজি শিক্ষায় সহায়তা, মানসিক স্বাস্থ্যের ওপর সচেতনতা তৈরিসহ শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে শিল্পক্ষেত্রের সঙ্গে সংযোগ বাড়িয়ে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রস্তুত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করবে।
সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং ইউনিসেফের পক্ষে বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক অ্যাড্রিয়ান ডুমুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার ড. এ টি এম জাফরুল আজম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
