নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়া পৌরসভার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন মাদরাসাতে ২০২৫ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার উত্তরপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা আবুল মাসরুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কুরআন মাদরাসার ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. রিদুয়ানুল কাদের ও মো. কাইয়ুম উদ্দিন।

এছাড়াও মাদরাসার সহ-সুপার মাওলানা শহীদুল্লাহসহ সকল শিক্ষক, কর্মচারী ও অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল পর্যালোচনা, শিক্ষার মান উন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শমূলক আলোচনা হয়।