সিবিএন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অধ্যাপক আজিজুর রহমানের পিতা, বিশিষ্ট সমাজসেবক ফয়েজ আহমদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
এক যৌথ শোকবার্তায় জেলা বিএনপির এই শীর্ষ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান।
তারা বলেন, ফয়েজ আহমদ চৌধুরী একজন সদালাপী ও সমাজসেবায় নিবেদিত মানুষ ছিলেন।
পরিবার সুত্রে জানা গেছে, প্রথম জানাজা বাদ আসর বাইতুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা বাদে এশা রশিদনগর আশরাফুল ওলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
