পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার অন্যতম ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা-র গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. ছফওয়ানুল করিম। সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।

মাদ্রাসা শিক্ষা, ব্যবস্থাপনা ও সম্প্রসারণে তাঁর সুনাম দীর্ঘদিনের। সদ্য নির্বাচিত এই সভাপতি কেবল একজন পত্রিকা সম্পাদকই নন, বরং দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক অঙ্গনে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

মো. ছফওয়ানুল করিম সাংবাদিকতা জীবনে পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি জনপ্রিয় স্থানীয় পত্রিকা “পাক্ষিক পেকুয়া”-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে এলাকায় ইতিবাচক জনমত গঠনে অবদান রেখেছেন।

তাঁর নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ এবং পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসে। এই অভিজ্ঞতাই তাঁকে আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালনে প্রস্তুত করেছে।

প্রায় অর্ধ শতাব্দী আগে প্রতিষ্ঠিত পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা পেকুয়া উপজেলার দ্বীনি শিক্ষায় অনন্য এক নাম। মাদ্রাসাটিতে আলিয়া ধারার সম্মিলন ঘটিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার চর্চা হয়।

মো. ছফওয়ানুল করিম সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্বচ্ছতা, একাডেমিক মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন ধারা সূচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ছফওয়ানুল করিমের এ দায়িত্বপ্রাপ্তির পরপরই স্থানীয় সাংবাদিক মহল, শিক্ষক সমাজ, সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানানো হয়। অনেকে আশা করছেন, তাঁর অভিজ্ঞতা, দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণে মাদ্রাসাটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মো. ছফওয়ানুল করিম বলেন, “একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের খেদমত করার সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এর আগেও পেকুয়ার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবারো  চেষ্টা থাকবে নিজের সবটুকু দিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সাধন করার”।