পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মশালা। সোমবার (১৪ জুলাই) পেকুয়ার মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে খান ফাউন্ডেশন।
“ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইক্যুয়ালিটি” প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬০ শিক্ষার্থী অংশ নেয়। তারা জেন্ডার সমতা, গণতন্ত্র, সুশাসন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. শামশুদ্দোহা। তিনি বলেন, “শুধু পাঠ্যপুস্তকের মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখলে চলবে না। জেন্ডার সমতা, পরিবেশ সচেতনতা ও সুশাসন নিয়ে সচেতনতা তাদের নৈতিক বিকাশে সহায়ক হবে।”
বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক ছরওয়ার হোছাইন, কোনাখালী নারী মঙ্গল সংস্থার প্রধান নির্বাহী বদরুন নাহার কলি, স্বেচ্ছাসেবক ইসফাতুল হাসান ইসফাত, মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সাংবাদিক মো. আরকান।
বিভিন্ন সেশন পরিচালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা আবু ছালাম, প্রকল্প কর্মকর্তা বেদেনা খাতুন ও শামীমা ইয়াসমীন।
কর্মশালায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, যাতে সাধারণ জ্ঞান ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্ন রাখা হয়।
জেলা প্রকল্প কর্মকর্তা আবু ছালাম বলেন, “গণতান্ত্রিক ও ন্যায্য সমাজ গঠনে শিশু-কিশোরদের সচেতন করে তুলতে হবে। তারাই ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হবে।”
পেকুয়ায় আয়োজিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জেন্ডার সমতা, সুশাসন ও পরিবেশ সচেতনতা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
