এম. মনছুর আলম, চকরিয়া;

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বরইতলী রেলক্রসিংয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পণ্যবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) সকালে পেকুয়া থেকে চকরিয়ার দিকে আসা ট্রাকটি বরইতলী রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিংয়ে কোনো গেটম্যান, সিগন্যাল বা সতর্কতা না থাকায় ট্রাকটি পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় ট্রেনটি দ্রুতগতিতে অতিক্রম করায় সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই রেলক্রসিংয়ে গেটম্যান নেই এবং কোনো ধরনের সুরক্ষা বা সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়নি। রেলওয়ের গাফিলতিই এই দুর্ঘটনার জন্য দায়ী বলে দাবি করেন এলাকাবাসী।

ঘটনার পর সাময়িক সময়ের জন্য রেল চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।