এম. মনছুর আলম, চকরিয়া;

কক্সবাজারের চকরিয়ায় রাতের অন্ধকারে শ্মশান এলাকা থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক রাজমিস্ত্রির সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার শ্মশান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন বড়ুয়া ওই এলাকার সচিন্দ্র বড়ুয়ার ছেলে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তাহের নামে এক সহকর্মীকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুমনের মা আরতি বালা জানান, সকালে সে স্থানীয় একটি শ্মশানে নির্মাণকাজে যান। কাজের মূল মিস্ত্রি পায়ে আঘাত পেয়ে সকাল ১০টার দিকে ফিরে এলেও সুমন একাই কাজ চালিয়ে যান। দুপুরে খাবার খেতে না আসায় এবং রাতে ঘরে না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন।

রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা শ্মশানে গিয়ে উপুড় হয়ে থাকা মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, মরদেহের মুখের ডান পাশে থেঁতলানো দাগ রয়েছে এবং জিহ্বা কামড়ানো অবস্থায় ছিল। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন মেলেনি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যা না স্বাভাবিক মৃত্যু—তা তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।