সিবিএন ডেস্ক ;
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে ভারী অস্ত্র নিয়ে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, যুবলীগ নেতা মুসলিম উদ্দিন সিকদার, আওয়ামী লীগ নেতা নুরুল আলম সিকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসান সিকদার ও তাদের অনুসারীরা যুবদল নেতা আমিন ও নাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ মোজ্জামেল সিকদার ও তার এক বন্ধুর ওপর অতর্কিতে হামলা চালান।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগীরা লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
