চকরিয়া সংবাদদাতা ;
চকরিয়ায় থানার সীমানা সংলগ্ন এলাকায় এক চাঞ্চল্যকর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ৩ জুলাই রাতে বাড়ি ফেরার পথে তারেক আজিজ নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে তার সঙ্গে থাকা ৩ লাখ ৪০ হাজার টাকা ও জমির দুটি মূল দলিল ছিনিয়ে নেয় ৮-৯ জনের একটি দল।
পিকআপে করে আসা হামলাকারীদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছেন ভুক্তভোগী। তারা হলেন—ইসমাইল, আমানুল হক ও মিজান।
ঘটনার পর সুস্থ হয়ে তারেক আজিজ চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং মামলা তুলে না নিলে অপহরণ ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
তারেক আজিজ জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেছেন।
