নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়া পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

রোববার দুপুরে চকরিয়া পৌরসভায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌরসভার প্রশাসক ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার চলমান উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সভায় তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।