সংবাদদাতা:
রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের হামির পাড়া গ্রামের পাশাপাশি গতরাতে (বৃহস্পতিবার) দু’টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

আনুমানিক রাত ৩ ঘটিকার দিকে ঘটনায় ৫নং ওয়ার্ডের হামির পাড়া গ্রামের মরহুম ফরিদ আহমদের পুত্র মোঃ সরওয়ারের বাড়ি থেকে ৩টি গরু এবং মোঃ সিরাজ পুত্র মোঃ রুবেলের বাড়ি থেকে স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, মোবাইল, কাপড়সহ নগদ টাকা লুট করে ১৫/২০ জনের স্বসশস্ত্র ডাকাতদল।

মোঃ রুবেলের স্ত্রী জানান, রাতে স্বামী বাড়িতে ছিলেন না ঘরের একটি কক্ষে বৃদ্ধ শশুর-শাশুড়ী এবং অপর কক্ষে তিনি শিশু সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন।
হঠাৎ জানালা দিয়ে টর্চের আলো এবং ডাকাডাকিতে ঘুম ভাঙ্গে।
ঘুম থেকে জেগেই দেখতে পান জানালা দিয়ে ৩/৪ জন বন্দুকধারী তাঁর দিকে বন্দুক তাক করে দরজা খুলতে বাধ্য করে।
ঘরে ঢুকেই রুবেলের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার পরিহিত স্বর্ণালংকারসহ আলমারিতে থাকা একে একে নগদ টাকা, মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল, নতুন জামা কাপড় লুট করে নেয়।
ঘরের ভিতরে এবং বাহিরে থাকা সিসিটিভি ক্যামরা ভাঙচুর করে ডিভিআর মেশিন খুলে নিয়ে যায়।
ডাকাতির সংবাদ পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিক তদন্ত করে এবং রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, আমরা ডাকাতদলের বিরুদ্ধে অভিযান চালাবো এবং ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রশিদ নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, ডাকাতির ঘটনা শুনেছি, খোঁজখবর নিচ্ছি এবং গরু উদ্ধারে অনুসন্ধান করছি।

স্থানীয় আব্দুর রশিদ বলেন, সাম্প্রতিক ডাকাতির ঘটনা বেড়েই চলেছে পুলিশ ও প্রশাসনের তৎপরতা বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা দরকার।
রশিদ নগর যুবদল নেতা মোঃ দিদার জানান, এধরণের অপকর্ম প্রতিরোধে পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে প্রয়োজনে আমরা সহযোগিতা করবো।
এক রাতে দুটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।