নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
চকরিয়া উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে পরিবেশবিধ্বংসী ও সরকার ঘোষিত নিষিদ্ধ গাছ আকাশমণি এবং ইউক্যালিপটাস চাষ বন্ধে চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়া পাড়া এলাকার একটি নার্সারিতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় বিপুল পরিমাণ আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব, উপজেলা কৃষি কর্মকর্তা ফেরদৌসী জাহান, ফাসিয়াখালী রেঞ্জের বন কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন, কৃষি বিভাগের উপসহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও মাটির ভারসাম্য রক্ষায় ক্ষতিকর এসব গাছের চাষ বন্ধ করতে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
