সিবিএন ডেস্ক ;

টানা ৯ দিনের ভারি বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার। ১ জুলাই থেকে ৯ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ৭৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকায় সৈকতে উত্তোলন করা হয়েছে লাল পতাকা। তবুও পর্যটকদের অনেকেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামছেন।

অবিরাম বৃষ্টিপাতে কক্সবাজার শহর, উখিয়া, টেকনাফ, চকরিয়াসহ নয়টি উপজেলার অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ঘরবাড়ি, সবজি ক্ষেত, বীজতলা ও গ্রামীণ সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে উখিয়া ও টেকনাফে অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আজ (বুধবার) বিকেল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে পাহাড় ধসের ঝুঁকি রয়ে গেছে। সাগরে প্রচণ্ড উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং মাছ ধরার নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সাড়া দেওয়ার পাশাপাশি তালিকা তৈরি করে সহায়তা কার্যক্রম নেওয়া হবে।