বলরাম দাশ অনুপম, কক্সবাজার:

রোহিঙ্গা ক্যাম্পে একসঙ্গে চারজনকে হত্যার মামলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাফ উদ্দিন আসিফ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী।

তিনি জানান, ২০২০ সালের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত আলোচিত চার খুনের মামলায় আতাউল্লাহ জুনুনি এজাহারভুক্ত আসামি। মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালেই কঠোর নিরাপত্তায় আতাউল্লাহ জুনুনিকে আদালতে হাজির করা হয়। আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়। তদন্ত কর্মকর্তা সুবিধাজনক সময়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেপ্তার করে।