সিবিএন ডেস্ক ;

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি জানান, গতকাল সৈকতে নিখোঁজের ঘটনায় তিনজন শিক্ষার্থীর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেকজন শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে স্রোতে ভেসে যান। ওইদিনই একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সকালে উদ্ধার হয় আসিফ আহমদের মরদেহ। অরিত্র হাসান এখনো নিখোঁজ রয়েছেন।