এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাঁকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চকরিয়া থানায় দায়ের করা ৫টি মামলায় ১৪ দিন এবং পেকুয়া থানার ৩টি মামলায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। মোট ৮ মামলায় ২১ দিনের রিমান্ড শেষে জাফর আলমকে আদালতে সোপর্দ করে পুলিশ।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরওয়ার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী রিমান্ড শেষে জাফর আলমকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ এপ্রিল ঢাকার ধানমন্ডি এলাকা থেকে কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।