আব্দুস সালাম, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্যসহ ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নুরুল আমিন ওরফে কালা পুতুকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নুরুল আমিন (ওরফে মনছুর মিয়া, ৩৪) হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি-৫, ঘর নম্বর-৩৯৫ এর বাসিন্দা আমির হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৭ জুলাই) পুলিশের একটি দল উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি নুরুল আমিন ওরফে কালা পুতুকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার এড়াতে নুরুল আমিন ছদ্মনাম ‘মনছুর মিয়া’ ব্যবহার করে আত্মগোপনে ছিল। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।