রামু সংবাদদাতা :

রামু সরকারি কলেজের সীমানা প্রাচীর নির্মাণকাজে বাধা এবং কলেজ অধ্যক্ষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফুরকান উল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবু ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ, অসদাচরণ ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফুরকান উল্লাহকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত ৬ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত ২৪ জুন সরকারি অর্থায়নে রামু সরকারি কলেজে নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ বন্ধ করতে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হাছানুল ইসলামকে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোনে হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত বিএনপি নেতা ফুরকান উল্লাহ কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তার সঙ্গে দুর্ব্যবহার করেন ও উত্তপ্ত ভাষায় কথা বলেন। ঘটনার খবর পেয়ে রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক মোবারক হোসেন ও শহিদুল হক কাজল জানান, ফুরকান উল্লাহ কোনো ব্যক্তিগত স্বত্ব বা বিরোধ ছাড়াই এক ব্যক্তির পক্ষে অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন, যা শিক্ষক সমাজ মেনে নিতে পারেনি।

এছাড়াও জানা গেছে, ফুরকান উল্লাহ ২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে ডিএমপির পল্টন ও মতিঝিল থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হন এবং তার বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে (মামলা নং: ৩৫/১৭৪ ও ৩৮/৩০৭)।