নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলাস্থ দারুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক মাওলানা হাফেজ ইসফাক সিকদার ইমতিয়াজের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা সভায় শিক্ষক, অতিথি ও স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা আবুল মাসরুর। প্রধান অতিথি ছিলেন ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুসাইন মুহাম্মদ এরশাদ, সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মোজাম্মেল হক এবং ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক এস.এম. ফজলুল কাদের খোকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার সহ-সুপার মাওলানা শহীদুল্লাহসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।
অতিথিরা বিদায়ী শিক্ষক ইসফাক সিকদারের কর্মনিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, তিনি একজন দায়িত্বশীল, শৃঙ্খলাপরায়ণ ও শিক্ষার্থীবান্ধব আদর্শ শিক্ষক ছিলেন। মাদরাসার শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। সকলেই তার আগামীর পথচলায় সফলতা ও মঙ্গল কামনা করেন।
