ইসরাফ সিকদার ;
নারী, তুমি পবিত্র—
চিরনবীন ঋতুর মতো, চিরচেনা এক স্পর্শ,
বসন্তের হাসিতে তুমি ফোটো,
পলাশ-রাঙা রঙে রাঙাও ধরিত্রীর ধ্বনি।
তুমি পাহাড়ের দৃঢ়তা,
যেখানে বজ্রপাতও নত হয় শ্রদ্ধায়।
তুমি বিশাল এক বটবৃক্ষ,
যার ছায়ায় মুছে যায় জীবনের তৃষ্ণা।
নারী, তুমি সৃষ্টি—
প্রথম কান্নার আঁচল, শেষ প্রহরের আশ্রয়।
আবার তুমি আগুন—
উষ্ণতায় জাগাও জীবন, ধ্বংসে বপন করো বিদ্রোহ।
তুমি প্রেমের প্রতীক—
প্রেরণার কোমল মাটি,
যেখানে অনুভূতির বীজ বপন করি,
আর সেখানেই ফোটে ভালোবাসার ফুল।
তুমি বৃষ্টির স্নিগ্ধতা—
মন যখন খরার ধুলোয় ক্লান্ত,
তোমার ছোঁয়া তখন ঝর্ণার শব্দ,
প্রথম ভালোবাসার মতো টলমল ও পবিত্র।
তুমি চাঁদের মতো কোমল আলো,
আবার সূর্যের মতো দীপ্ত সাহস।
তোমার চোখে দেখি শান্তির নীড়,
তবু তোমার মাঝে ওঠে ঝড়ের নৃত্য।
নারী, তুমি কেবল নাম নও—
তুমি প্রকৃতি, তুমি প্রাণ,
তুমি অনন্ত বর্ণের রঙ,
যেখানে জীবনের সমস্ত সৌন্দর্য বাস করে।
