মহেশখালী সংবাদদাতা:
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম কালাগাজীপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।
আটক ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর (৪৮), পিতা মৃত নুরুল আমিন। তিনি হোয়ানক ইউনিয়নের পশ্চিম কালাগাজীপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, কালাগাজীপাড়া বাজারে আনোয়ার মেম্বারের অফিসের সামনে সন্দেহভাজন হিসেবে তাকে দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার ডান হাতে থাকা নীল রঙের একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
ওসি মঞ্জুরুল হক বলেন, মহেশখালীতে আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। আটক জাহাঙ্গীরকে জব্দকৃত অস্ত্রসহ আইনগত প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
