আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা মাঝেরপাড়া এলাকার গর্ব, প্রবাসী জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।

শনিবার বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান এবং সেখান থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে আসেন। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই পরিবারের সদস্যরা ও স্থানীয়রা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও জসিম উদ্দিন সবসময় নিজ এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। দেশের যেকোনো সংকটে পাশে দাঁড়িয়েছেন সহমর্মিতা ও সাহায্য নিয়ে।

এলাকার সামাজিক ও সেবামূলক কাজে তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি স্থানীয় মানব সেবা সোসাইটির একজন নিবেদিতপ্রাণ ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত।

তার আগমনকে ঘিরে সংগঠনের সদস্য এবং এলাকাবাসীর মধ্যে ছিল উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার। অনেকেই বলেন, “জসিম ভাই শুধু একজন প্রবাসী নন, তিনি আমাদের এলাকার শক্তি, প্রেরণা এবং গর্ব।”