সিবিএন ডেস্ক ;
নারী এশিয়ান কাপে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। লক্ষ্য ছিল গ্রুপ সেরা হয়ে ২০২৬ সালের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করা— আর সেই স্বপ্ন সফলভাবেই পূরণ করেছে মনিকা-মারিয়ারা।
শনিবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। প্রথমার্ধেই সবগুলো গোল করে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেয় লাল-সবুজ দল।
ইয়াংগুনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই হাইলাইন ডিফেন্স কৌশলে আক্রমণে ঝাঁপায় বাংলাদেশ। মাত্র ৪ মিনিটেই গোলের সূচনা করেন স্বপ্না রানী, বক্সের বাইরে থেকে জোরালো শটে বল পাঠান জালে।
এর দুই মিনিট পর ফিরে আসা বলে শামসুন্নাহার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে আবারও শামসুন্নাহার প্লেসিং শটে গোল করেন।
১৬ মিনিটে মনিকা চাকমা বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে দলের চতুর্থ গোলটি করেন। এক মিনিট পরই ঋতুপর্ণা চাকমা ডজ দিয়ে জায়গা করে নিয়ে বাঁ পায়ের শটে করেন পঞ্চম গোল।
২১ মিনিটে তহুরা খাতুন প্লেসিং করে দলের ষষ্ঠ গোলটি করেন। এরপর ৪০ মিনিটে মনিকা চাকমার কর্নার থেকে ঋতুপর্ণা বাঁ পায়ের ভাসানো শটে সপ্তম গোলটি করেন।
বিরতির পর বাংলাদেশ একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। মারিয়া, আফিফা-সহ ফরোয়ার্ডরা সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি। তুর্কমেনিস্তান দ্বিতীয়ার্ধে রক্ষণ শক্ত করে রাখলেও প্রথমার্ধে হজম করা ৭ গোলের ব্যবধান আর কমাতে পারেনি।
এই জয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশ নিশ্চিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এখন লাল-সবুজের মেয়েরা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাবে, যা দেশের নারী ফুটবলের ইতিহাসে আরেকটি গৌরবময় সংযোজন।