এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর বাস্তবায়নে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল (এইচআই)-এর সহায়তায় শারীরিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী রোগীদের মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেওয়া হচ্ছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জায়নুল আবেদীন জানান, উপজেলা সরকারি হাসপাতালে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই সময়কালে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা মোট ৩ হাজার ২১৭ জন প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুকে ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়েছে। এছাড়াও এসব ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ক্রাচ, ওয়াকারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।

হাসপাতালের ফিজিওথেরাপি সেন্টারে বর্তমানে দুইজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট নিয়মিতভাবে শারীরিক প্রতিবন্ধী রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সেন্টারে যেসব চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে তার মধ্যে রয়েছে— মেরুদণ্ডে ব্যথা (হাত-পা ঝিনঝিন বা অবশ হওয়া), ঘাড়, কাঁধ, কোমর, হাঁটু ও গোড়ালির ব্যথা, বাত (অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস), কনুই, জয়েন্ট ও মাংসপেশির ব্যথা, হাড় ভাঙা বা অপারেশন-পরবর্তী জয়েন্ট ব্যথা।

এছাড়া খেলাধুলা-জনিত আঘাত যেমন— মাংসপেশিতে টান, লিগামেন্ট ইনজুরি, কাঁধ শক্ত হয়ে যাওয়া (ফ্রোজেন শোল্ডার), জন্মগত ঘাড় ও পা বাঁকা বা অন্যান্য ত্রুটি, স্ট্রোকজনিত প্যারালাইসিস, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, স্পাইনাল কর্ড ইনজুরি, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম ও ফেসিয়াল পালসি (মুখ বাঁকা)— এসব সমস্যার জন্যও ফিজিওথেরাপি সেবা দেওয়া হচ্ছে বলে জানান চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিজিওথেরাপিস্ট ও রিহ্যাবিলিটেশন ইনচার্জ শাহানা ইসলাম।