🎭 থিয়েটার কেবল শিল্প নয়, জীবনের ভাষা
সিবিএন প্রতিবেদন:
বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার সিটি কলেজের থিয়েটার স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিনয় বিষয়ক কর্মশালা ২৫ জুন ২০২৫ ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। এই ব্যতিক্রমী নাট্য-আয়োজনে প্রাণ সঞ্চার করেন উপমহাদেশের খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।
তাঁর নেতৃত্বে পুরো কর্মশালা পরিণত হয় এক মুগ্ধকর নাট্য-অভিজ্ঞতায়। নাটকের প্রকৃতি, অভিনয়ের মৌলিক দিক, শরীর ও বাচনভঙ্গি, মঞ্চ বাস্তবতা এবং নাট্যবিষয় নির্ধারণের দিক নিয়ে তিনি তাত্ত্বিক বিশ্লেষণ ও ব্যবহারিক অনুশীলনের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. আকতার উদ্দিন চৌধুরী। তিনি থিয়েটার স্টাডিজ বিভাগের গুরুত্ব, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী ভাবনা তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জুলফিকার আলী, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম এবং থিয়েটার স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ।
নবীন-প্রবীণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি হয়ে ওঠে অনুশীলনভিত্তিক এক চিত্তাকর্ষক অভিজ্ঞতা। অভিনয়ের হাতেকলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও শিল্প-সচেতনতা স্পষ্টভাবে বৃদ্ধি পায়। কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এই আয়োজনে প্রতিফলিত হয়েছে—থিয়েটার শুধু বিনোদন নয়, এটি আত্ম-অনুসন্ধান, মূল্যবোধের চর্চা এবং সামাজিক দায়বদ্ধতার এক শক্তিশালী মাধ্যম। ভবিষ্যতে থিয়েটার স্টাডিজ বিভাগ নাট্যচর্চার এই ধারা অব্যাহত রেখে দেশের সাংস্কৃতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সকলের।