আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোররাতে সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

৩৪ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুই ব্যক্তিকে দুটি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এই সফল অভিযান আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, বিজিবির নিয়মিত তৎপরতার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ঘুমধুম সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বেড়েছে। তাই মাদক ঠেকাতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।