বলরাম দাশ অনুপম, কক্সবাজার ;
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সারা দেশের মতো পর্যটন শহর কক্সবাজারেও গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মহাসাড়ম্বরে উদযাপন করা হবে রথযাত্রা উৎসব।
এ উপলক্ষে কক্সবাজার শহরের ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান।
২৭ জুন (শুক্রবার) ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, সকাল ৭টা ১৫ মিনিটে রাজবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের দর্শন, সকাল সাড়ে ৭টায় গুরুপূজা, ৮টায় লীলা মহিমা পাঠ, ১০টায় অগ্নিষ্টোম হোমযজ্ঞ, দুপুর ১২টায় ভোর আরতি, ১টায় মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর আড়াইটায় ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এবং সম্মানিত অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী।
উৎসব সফল করতে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন উদযাপন পরিষদের সভাপতি লোকবন্ধু গৌর হরি দাস, সাধারণ সম্পাদক রমাপতি কৃষ্ণ দাস ও অর্থ সম্পাদক রসিক করুণাময় দাস।
রথযাত্রার পথনির্দেশনা:
গোলদিঘীর পাড় চত্বর- আইবিপি মাঠ রোড – প্রধান সড়ক – হলিডে মোড় – লাবণী মোড় – জাম্বুর মোড় – সার্কিট হাউস রোড – স্টেডিয়াম রোড – হাসপাতাল সড়ক – পুনরায় গোলদিঘীর পাড় চত্বর।
৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে এই বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন।
