বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের সমাজ সেবক আব্বাস উদ্দিনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। কখনো তার উপর হামলা আবার কখনো আওয়ামীলীগের দোসর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে কিছু কতিপয় কুচক্রী মহল। সর্বশেষ রবিবার সকালে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আব্বাস উদ্দিনকে তার প্রতিপক্ষের লোকজন আটক করিয়েছে বলে দাবী করেছেন তার পরিবার। আব্বাস উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার দাবী করেন আটকের পর বিভিন্ন অনলাইনে আব্বাস উদ্দিনকে আওয়ামীলীগের নেতা দাবী করা হয়েছে।অথচ তিনি দীর্ঘদিন এলাকার সমাজ প্রতিনিধি হয়ে মানুষের পাশে থেকেছে।এলাকার মানুষের সেবায় নিজেকে আত্মসমর্পণ করে চলেছেন।পিএম খালীর গোলার পাড়া সমাজ কমিটির সভাপতি ও মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি/সম্পাদক হওয়াতে তাকে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তির সাথে সাক্ষাৎ করতে হয় যা তাল কে তিল বানানোর অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল।এলাকার গরীব মানুষের ভাগ্যন্নয়নে প্রবাস জীবন থেকে আসার পর থেকে কাজ করে আসছেন আব্বাস উদ্দিন। এলাকার রাস্তা-ঘাট, মসজিস কবরস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে তিনি জড়িত যা কিছু অসৎ লোকের কাছে বিষের কাটা হয়ে দাড়িয়েছে।তারই পরিপ্রেক্ষিতে এডিটেড কিছু ছবি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত একটি মহল। আব্বাস উদ্দিনের স্ত্রী বলেন, যেহেতু পুলিশ আটক করেছে আমরা আইনীভাবে সেটার সমাধান চাই। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।