এম. মনছুর আলম, চকরিয়া:
চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম মেদাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন রমজান আলী। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছলিম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “রমজান আলী ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।”
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
