সিবিএন ডেস্ক
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে ইসরায়েলের সব উদ্দেশ্য পূরণ হয়েছে।
মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি জানান, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে আসা হুমকি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের লক্ষ্য অর্জিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে কড়া জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এখনো ইরান এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের এই ‘সাফল্য’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে।
