মো. আরকান, পেকুয়া:
এক দশকের মানবিক যাত্রার মাইলফলক অতিক্রম করে এগিয়ে চলেছে নূর আয়েশা খাঁন ফাউন্ডেশন—পেকুয়া ও আশপাশের মানুষের কাছে যা একটি সহমর্মিতা, সেবাবোধ ও উন্নয়নের প্রতীক। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক কল্যাণে নিরবিচারে কাজ করে যাওয়া এই স্বেচ্ছাসেবী সংগঠনটি তার ১০ বছর পূর্তি এবং ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
সোমবার (২৩ জুন) সকাল ১১টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার ফাঁসিয়াখালী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাঈল খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইছা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান।
আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াদ ইসলাম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা এম. দিদারুল করিম, উপদেষ্টা এফ.এম. সুমন, উপ-প্রধান সমন্বয়ক এম. আমজাদ হোসাইন এবং বারবাকিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দীন, প্রমুখ।
দুই তরুণ উপস্থাপক মোহাম্মদ শোয়াইব ও তাজবিদ-এর প্রাণবন্ত সঞ্চালনায় জমে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
চেয়ারম্যান ইসমাঈল খান বলেন, “আমরা একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম—অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আজ এক দশক পেরিয়ে বলতে পারি, এ যাত্রা ছিল কেবল শুরু। আমরা আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।”
প্রতিষ্ঠার শুরু থেকেই ফাউন্ডেশনটি শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য ক্যাম্প, দুর্যোগকালীন খাদ্য সহায়তা, পরিবেশ সচেতনতা ইত্যাদির মতো মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এই আয়োজন ছিল কেবল অতীত সাফল্যের উদ্যাপন নয়, বরং ভবিষ্যতের জন্য একটি নতুন প্রতিশ্রুতি—একটি মানবিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প।
