নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত একদিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভালে শত বাধা-বিপত্তি পেরিয়ে রানার্সআপ হয়েছে কক্সবাজার ক্রিকেট একাডেমি।

সোমবার (২৩ জুন) কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ ক্রিকেট উৎসবে জেলার বিভিন্ন স্কুল ও একাডেমির ক্ষুদে ক্রিকেটাররা অংশ নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরওয়ার রোমান, মাসুদ আলম, মোহাম্মদ হোসাইন ও সালাউদ্দীন।

কক্সবাজার ক্রিকেট একাডেমির পক্ষে অংশ নেয় একঝাঁক প্রতিভাবান কিশোর—মো. আয়ান, ঈহান, তাওহীদ, তাফসির, আরাফ, সাহিল, দ্বিতীয় আয়ান, অরজিৎ ও রায়হান। রানার্সআপ অর্জনের মাধ্যমে তারা একাডেমিকে গৌরবের আসনে নিয়ে গেছে।

এই সাফল্যে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন একাডেমির প্রতিষ্ঠাতা, কোচ ও পরিচালক লতিফ উল্লাহ চৌধুরী এবং সভাপতি জিয়া উদ্দিন লাভু।

তাঁরা বলেন, “এটি কক্সবাজার ক্রিকেট একাডেমির জন্য গর্বের অর্জন। আমাদের ক্ষুদে ক্রিকেটাররা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে—এই আশাই করছি।”

এমন আয়োজনে বিসিবিকে ধন্যবাদ জানিয়ে অভিভাবক ও ক্রীড়াবিদরা বলেন, “এ ধরনের টুর্নামেন্ট কিশোর ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও স্বপ্ন গড়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”