এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা পরিষদের পুকুরপাড়ে প্রকাশ্যে মাদক সেবনের সময় তিন যুবককে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

সোমবার (২৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আটক তিন যুবক হলেন—চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার নুরুন্নবীর ছেলে মো. রিফাত (২০), একই ওয়ার্ডের নেজাম উদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন (২০) এবং ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার সৈয়দ আলমের ছেলে ওমর হাসান (২০)।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান জানান, উপজেলা পরিষদের পুকুরপাড়ে বসে মাদক সেবনের সময় আনসার সদস্যরা ওই তিন যুবককে আটক করেন। পরে তাদের উপজেলা কার্যালয়ে এনে আদালত বসিয়ে স্বীকারোক্তি অনুযায়ী প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মাদক সেবনের সময় আনসার সদস্যরা তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১৪ দিন করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হচ্ছে।”

এই ঘটনায় এলাকায় জনমনে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি উঠেছে।