সিবিএন ডেস্ক ;

২৩ জুন ২০২৫ খ্রিঃ বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরের প্রোগ্রাম বিভাগের আয়োজনে দেশের সকল উপজেলায় একযোগে কাব কার্ণিভাল-২৫ অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার সদর উপজেলায় আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে এই কাব কার্ণিভাল সফলভাবে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাহ্‌উদ্দিন, জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা সভাপতিমণ্ডলীর সভাপতি। বিশেষ অতিথি ছিলেন জনাব সাইদুজ্জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়া জেলা স্কাউটসের সম্পাদক আনচারুল করিম ও এডি গোলাম রাব্বি এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব নীলুফা ইয়াসমিন চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মহোদয়, যিনি মহাবৃত্তাকারে দাঁড়িয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে কাব কার্ণিভালের শুভ সূচনা ঘোষণা করেন। পরে কাব স্কাউটস কক্সবাজার সদর উপজেলার সম্পাদক আ.ন.ম মাঈন উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন কাব স্কাউট লিডার ও কাব স্কাউট অংশগ্রহণ করেন।

কাব কার্ণিভালে অংশগ্রহণকারীরা তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য এবং রিং ছোড়া সহ মোট ছয়টি স্টেশনে বিভিন্ন শিক্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উডব্যাজারের জনাব ইব্রাহীম খলীল।

শেষ পর্যায়ে তাবু জলসা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। পতাকা নামানোর মাধ্যমে এবং কাব শিশুদের মাঝে চারা বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।