টেকনাফ সংবাদদাতা :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি আভিযানিক দল হোয়াইক্যং বিওপি’র নায়েক নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, তিনটি ৬০ মি.মি. মর্টার শেল, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, দুইটি বডিসেট ফিউজ ও তিনটি অতিরিক্ত ফিউজ উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক করা না গেলেও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম চলছে। উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মর্টার শেল ও গ্রেনেড ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।