সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কড়া অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রোববার (২২ জুন) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম এ নির্দেশনা জারি করেন। জরুরি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও জলজ প্রাণীর নিরাপদ প্রজননের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রে ভ্রমণের সময় প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা ও স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, প্রতি বছর বর্ষায় হাওরে জলজ প্রাণী ও পাখিদের প্রজনন মৌসুমে অতিরিক্ত নৌযান চলাচল এবং পর্যটকদের হৈচৈ পরিবেশের মারাত্মক ক্ষতি করে।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, “টাঙ্গুয়ার হাওর একটি সংকটাপন্ন প্রতিবেশ। গত ২০ বছরে এখানে ৭০ ভাগ জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে। সরকারের উচিত এখনই গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।”
