চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির ৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। দলটির নেতৃত্বে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২২ জুন) রাত ১০টা ১০ মিনিটে এয়ার চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা করবেন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সফরের উদ্দেশ্য বাংলাদেশের সঙ্গে চীনা সরকার এবং চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া। সফরের আগে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় বারিধারায় চীনা দূতাবাসে যান।
প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
চীন সফরে বিএনপি প্রতিনিধি দল দেশটির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠকসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন। এই সফরকে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
