দেশে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়লেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রোববার (২২ জুন) থেকে যথাসময়ে খুলছে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, “সিদ্ধান্তে পরিবর্তন হয়নি, স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।”

তিনি জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ নির্দেশনার আলোকে করোনা ও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি ও সচেতনতার নির্দেশনা (সংক্ষিপ্তভাবে):

১. সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
২. জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
৩. আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
৪. চোখ, মুখ ও নাক স্পর্শ করার আগে অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে।
৫. হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু, রুমাল বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করতে হবে।

এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পানি জমে না থাকার বিষয়গুলো নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের এসব নির্দেশনা বাস্তবায়ন ও নিয়মিত মনিটরিংয়ের দায়িত্বে রাখা হয়েছে, যাতে স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে শিক্ষাকার্যক্রম নিরাপদে পরিচালনা করা যায়।