কক্সবাজার সংবাদদাতা ;

টেকনাফের বাহারছড়ায় ১২ বছরের এক স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের প্রতিবাদে কক্সবাজার শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য দেন ডিভা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নওশাভা মুক্তার সিয়াম, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম বাপ্পা, সাঈদ স্বাধীন, সমাজকর্মী মোহাম্মদ আরমান, কানতা ইসলাম, আরিয়ান খান ফারাবী, ভুক্তভোগী শিশুর বাবা মমতাজ মিয়া এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম।

বক্তারা বলেন, ধর্ষণের ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত যুবদল নেতা এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের বহিষ্কৃত নেতা দিল মোহাম্মদ দিলুকে এখনও গ্রেপ্তার করা হয়নি। দ্রুত গ্রেপ্তার না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

জানা যায়, গত ১২ জুন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের দিল মোহাম্মদ দিলু একই এলাকার মমতাজ মিয়ার স্কুলপড়ুয়া মেয়ে (ছদ্মনাম: পারুল, বয়স ১২)–কে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় শিশুটির মা জইনব বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-৩৭)।

এর আগে ধর্ষকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শামলাপুর বাজার ও টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায়ও পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী ও ছাত্র-জনতা।