সিবিএন ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত সময়েই ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চলছে।
শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘নির্বাচনি আইন ও বিধি’ বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “যতই ইসিকে স্বাধীন বলা হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সহায়তা ছাড়া নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় বলেই সরকার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, সরকারের সঙ্গে যোগাযোগ বিষয়ে এখন কিছু না বললেও সময় হলে সব জানা যাবে। নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা রয়েছে, যা দায়িত্ব নেওয়ার পর থেকেই তৈরি করা হয়েছে। যদিও অনেকে একে ‘রোডম্যাপ’ বলেন, তিনি সেটিকে ‘কর্মপরিকল্পনা’ বলেই উল্লেখ করেন।
সরকারের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সিইসি বলেন, “ফরমালি হোক বা ইনফরমালি, যোগাযোগ হতেই পারে। এ জন্য আলাদা ঘোষণা বা আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই।”
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
