আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ছাত্রদলের নেতা মোস্তফা কামালের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) রাত ৯টায় বাইশারী বাজারের একটি হোটেলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মনিরুল হক মনু। এছাড়াও স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাংবাদিক আবদুর রশিদ।