সিবিএন ডেস্ক:
বিএনপি নেতা আব্দুল্লাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনে মিথ্যা মামলায় কারা নির্যাতিত বিএনপি নেতা সেলিম সিরাজী।
২০ জুন নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো:
সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত জানলাম টেকনাফের বিএনপির নেতা আব্দুল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশি!
যদিও উখিয়া টেকনাফের ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় একক প্রার্থী হিসাবে ৪ বারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন। তবে জনাব আব্দুল্লাহ মনোনয়ন প্রত্যাশি হলে আমি সেলিম সিরাজীও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি বলে যোগ্য মনে করছি।
এর কারণ:
ক্লিন ইমেজ
১.মুহাম্মদ আব্দুল্লাহ নিজের নামের শেষে লিখে এলএলবি লিখলেও আমি শিক্ষাগত যোগ্যতায় তার চেয়ে কম নয়।আমি আইন নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছি।২.চীনের দু:খ যেমন হোয়াংহু নদী তেমনি আমাদের দু:খ মাদক ব্যবসা,বিগত ১৫ বিছরে এমপি বদির মত একজন ইয়াবা গডফাদার এমপি হওয়ায় ওসি প্রদীপরা শত শত মানুষ কে হত্যা করতে পেরেছিল।আব্দুল্লাহরা ৩ ভাইয়ের মধ্যে দুই ভাই আত্মস্বীকৃত সাজাপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী এবং আপন ভগ্নিপতি শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ক্রসফায়ারে নিহত হাজী সাইফুল।
আলহামদুলিল্লাহ,আমার পরিবারে এইরকম কোন ইয়াবা ব্যবসায়ী নেই।
যেহেতু আমার কোন দুর্বলতা নাই তাই উখিয়া টেকনাফের মানুষ আব্দুল্লাহর চেয়ে আমার কাছে বেশি নিরাপদ হবে মনে করছি।জনপ্রিয়তা:
জনাব আব্দুল্লাহ যে ভোট কেন্দ্রে ভোট দান করে সে কেন্দ্রে স্বাধীনতার পর কখনো সংসদ নির্বাচনে ধানের শীষ প্রথম হয়নি।
সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনে আব্দুল্লাহর কেন্দ্রে ধানের শীষের প্রাপ্ত ভোট ৬, আমার ভোট কেন্দ্রে ১৯৯৬ সাল ছাড়া প্রতিটি সংসদ নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করেছে।এমনি কি ২০১৮ সালে বিএনপির অংশগ্রহণে সর্বশেষ নির্বাচনে চীফ ইলেকশন এজেন্ট হিসাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে নিজের কেন্দ্রে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীকে প্রথম করেছিলাম।জেল,জুলম এবং ত্যাগ তিতিক্ষা
সর্বশেষ আমি একজন জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে আমি কক্সবাজার শহরে রাজপথ হতে গ্রেপ্তার হয়েছিলাম। আমরা অফিসটি আমি কারাগারে থাকাকালীন আগস্টে পুড়িয়ে দিয়েছিল। আমার পরিবার ছেলে সন্তানদের ঘরে তালাবদ্ধ রেখে কক্সবাজার রাজপথে মিছিল করেছে।
আব্দুল্লাহ সাহেব বা উনার সন্তান বা ভাই জুলাই আন্দোলনে রাজপথে ছিল এমন কোনো তথ্য আমার কাছে নেই।রাজনৈতিক বৃত্তান্ত:
২০১০ সালে জালিয়াপালং ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে ২০১৪ সালে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক, ২০১৬ সালে জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক, ২০১৬ সালের শেষদিকে উখিয়া উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক, ২০১৮ সালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সর্বশেষ ২০২২ সালে যুগ্ম সম্পাদক পদমর্যাদায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি।তাই আমাদের উখিয়া টেকনাফের একক প্রার্থী আমাদের অভিভাবক শাহজাহান চৌধুরী। তবে আব্দুল্লাহ নিজেকে যোগ্য মনে করলে তার উদ্দেশ্যে বলতে চাই, আপনার চেয়ে আমি বেশি যোগ্য। আমার চেয়েও যোগ্য আরও অনেকে আছেন উখিয়া টেকনাফে।
-সেলিম সিরাজীর ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া।
