সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুংয়ের চাইন্দার পাড়ায় পুকুরে ডুবে ফারিহা মনি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শিশুটির বাবা মাণিক একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। সকালের দিকে সবার অজান্তে ফারিহা পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন কুতুবদিয়ায় একদিনে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে।
