এম. মনছুর আলম, চকরিয়া ;
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের ‘অপারেশন ডেভিড হান্ট’ অভিযানে পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজনসহ ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চকরিয়া থানার পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালনা করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম। এতে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া, এসআই ফরহাদ রাব্বি ইষান, এসআই সনজীব কুমার পাল, এসআই আবুল খায়ের, এসআই আব্দুল হান্নান, এসআই রাজীব কুমার সাহা, এএসআই পারভেজ মাহমুদ, এএসআই জসিম উদ্দিন ও এএসআই দেব মজুমদার।
বৃহস্পতিবার বিকালে থানা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চকরিয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি, আবার কেউ সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন। এদের মধ্যে দক্ষিণ সুরাজপুর, দরগাহ পাড়া, ভিলিজার পাড়া, এসএমচর, কলাতলী, সিকদার পাড়া, ছিকলঘাট ও মগবাজারসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দা রয়েছেন।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীনের নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে ‘অপারেশন ডেভিড হান্ট’ পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।